News71.com
 Bangladesh
 05 Aug 20, 12:18 PM
 747           
 0
 05 Aug 20, 12:18 PM

টাঙ্গাইলের আ’লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামির স্বীকারাক্তি মুলক জবানবন্দি॥

টাঙ্গাইলের আ’লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামির স্বীকারাক্তি মুলক জবানবন্দি॥

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে গোপালপুরের আওয়ামী লীগ নেতা কলেজ শিক্ষক আমিনুল ইসলাম তালুকদার নিক্সন খুন হওয়ার ঘটনায় আটক তিনজনের মধ্যে সুমন নামে একজন স্বেচ্ছায় আদালতে খুনের দায় স্বীকার করেছেন। অন্য সুজন ও ফারুককে চারদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মাসুমের আদালতে সুমনের জবানবন্দি নেওয়া শেষে অন্য দু’জনের রিমান্ড আদেশ দেওয়া হয়।স্বেচ্ছায় খুনের দায় স্বীকার করা সুমন গোপালপুরের হাদিরা ইউনিয়নের বন্দ আজগড়া গ্রামের মৃত শের আলীর ছেলে। আর সুজন বেতাল আজগড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে ও আব্দুল আজিজের ছেলে ফারুক।পুলিশ আটকদের বিকেলে আদালতে হাজির করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মাসুমের আদালতে তিনজনের অন্যতম সুমন স্বেচ্ছায় খুনের দায় স্বীকার করেছেন। জবানবন্দি রেকর্ড করে ম্যাজিস্ট্রেট সুমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  কোর্ট ইন্সপেক্টর তানভীর আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশের সাতদিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে অন্য দু’জনকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন