News71.com
 Bangladesh
 13 Jul 20, 09:38 PM
 189           
 0
 13 Jul 20, 09:38 PM

সারাদেশ ভোক্তা অধিদপ্তরের অভিযান॥ ৫ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা

সারাদেশ ভোক্তা অধিদপ্তরের অভিযান॥ ৫ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্কঃ সারাদেশে ১০৫টি বাজারে (পাইকারি ও খুচরা) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। এসময় ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধের জন্য ১৪৩টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সোমবার (১৩ জুলাই) অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় রাখাসহ নকল ও ভেজাল প্রতিরোধে ঢাকাসহ সারাদেশে বাজার তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়। বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের পরামর্শে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহার সরাসরি নির্দেশনায় সারাদেশে এদিন ১০৫টি বাজারে (পাইকারি ও খুচরা) অভিযান পরিচালনা ক‌রা হয়। এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশি দামে পণ্য/ওষুধ বিক্রি করা, মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য/ওষুধ বিক্রি করাসহ ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধের জন্য ১৪৩টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা জ‌রিমানা করা হয়।ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন