News71.com
 Bangladesh
 05 Jul 20, 01:41 PM
 849           
 0
 05 Jul 20, 01:41 PM

চট্টগ্রাম বন্দরে কর্মরতদের সুরক্ষা সামগ্রী দিলো পিএসএ॥

চট্টগ্রাম বন্দরে কর্মরতদের সুরক্ষা সামগ্রী দিলো পিএসএ॥

নিউজ ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম বন্দরকে সুরক্ষা সামগ্রী দিয়েছে দ্য ওয়ার্ল্ডস পোর্ট অব কল (পিএসএ)।রোববার (৫ জুলাই) সকালে বন্দর ভবনের বোর্ড রুমে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদের হাতে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।পিএসএ'র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার চর ম্যানগ এসব সুরক্ষা সামগ্রী বন্দর চেয়ারম্যানের হাতে তুলে দেন। অনুষ্ঠানে পিএসএর রিজিওনাল সিইও ওয়ান চি ফং বন্দরের চেয়ারম্যানের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন।বন্দর চেয়ারম্যান বলেন, সিঙ্গাপুর বন্দর দিয়েই আমাদের বেশিরভাগ আমদানি রফতানি হয়ে থাকে। তাই দুই বন্দরের মধ্যে সহযোগিতাপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। তিনি চট্টগ্রাম বন্দরের পিসিটি, বে টার্মিনাল, মাতারবাড়ী জেটিসহ বেশ কিছু চলমান উন্নয়ন প্রকল্প তুলে ধরেন। কোভিড-১৯ প্রতিরোধে সুরক্ষা সামগ্রী উপহার দেওয়ায় ধন্যবাদ জানান বন্দর চেয়ারম্যান।এ সময় বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর শফিউল বারী, সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মহিদুল হাসান, নিয়ামুল হাসান, সচিব মো. ওমর ফারুক, পিএসএ'র ভাইস প্রেসিডেন্ট পেং জি, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট লিম ওয়াই চিয়াং, ক্যাপ্টেন ফারুক হোসাইন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন