News71.com
 Bangladesh
 03 Jul 20, 12:13 PM
 303           
 0
 03 Jul 20, 12:13 PM

করোনায় আক্রান্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক॥

করোনায় আক্রান্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক । বর্তমানে তিনি সিএমএইচ ভর্তি আছেন। সম্প্রতি জাতীয় সংসদে পরীক্ষা করানোর পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পানি সম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সময় নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে কয়েকদিন ধরে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তবে শারীরিকভাবে তিনি এখন বেশ সুস্থ আছেন। এদিকে করোনাভাইরাস বা কোভিড-১৯ এ বাংলাদেশে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেল। এছাড়া গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৮ জন। এতে দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৯২৬ জন। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন