News71.com
 Bangladesh
 02 Jul 20, 06:38 PM
 305           
 0
 02 Jul 20, 06:38 PM

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি॥

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি॥

নিউজ ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সম্পাদকসহ সাংবাদিক, লেখক ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ‘নিবর্তনমূলক’ এ আইন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশ।বৃহস্পতিবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ২০ দলীয় জোটের শরিক দলটির সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাত এ দাবি জানান।নেতারা বলেন, এই আইন অবাধ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বিনষ্ট ও গণমাধ্যমের কর্মীদের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ। এই আইনের বেশি অপপ্রয়োগ হচ্ছে। এই ধরনের আইনগুলো ক্ষমতাবানদের স্বার্থরক্ষার হাতিয়ার মাত্র। করোনার সময় এই আইনের অপব্যবহারটা আরো বেড়ে গেছে।তারা আরো বলেন, দেশে একটি কার্য্যকরী মানহানি আইন থাকা সত্ত্বেও নির্যাতন ও হয়রানির উদ্দেশ্যে ডিজিটাল আইনকেই বার বার ব্যবহার করছে সরকার। মুক্ত গণমাধ্যম দিবসে পেছনে হাতমোড়া অবস্থায় হ্যান্ডকাফ পড়া সাংবাদিকের ছবিসহ সংবাদ, ডিজিটাল আইনকে সরকার কীভাবে সাংবাদিক ও সাধারণ নাগরিকের বিরুদ্ধে ব্যবহার করে চলছে তার একটি উৎকৃষ্ট প্রমাণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন