News71.com
 Bangladesh
 29 Jun 20, 07:04 PM
 276           
 0
 29 Jun 20, 07:04 PM

বয়স্কদের পশুর হাটে না যাওয়ার অনুরোধ করলেন মেয়র তাপসের॥

বয়স্কদের পশুর হাটে না যাওয়ার অনুরোধ করলেন মেয়র তাপসের॥

নিউজ ডেস্কঃ বয়স্কদের করোনাভাইরাসের ঝুঁকি বেশি থাকায় ষাটোর্ধ্ব ব্যক্তিদের কোরবানির পশুর হাটে না যাওয়ার অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। সোমবার (২৯ জুন) দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত সভায় এ অনুরোধ জানান তিনি।এ সময় অন্যদের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামানসহ দপ্তরপ্রধানেরা উপস্থিত ছিলেন। তাপস বলেন, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখেছি যে ষাটোর্ধ্ব যারা আছেন, তারা করোনাভাইরাসে বেশি আক্রান্ত হন। তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের ষাটোর্ধ্ব বয়সী ব্যক্তিরা কোরবানির পশুর হাটে যেন না যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন