News71.com
 Bangladesh
 28 Jun 20, 09:37 PM
 278           
 0
 28 Jun 20, 09:37 PM

মুন্সীগঞ্জে সাইনবোর্ড স্থাপন নিয়ে সংঘর্ষ ॥ পুলিশসহ আহত ১০, গ্রেফতার ৫

মুন্সীগঞ্জে সাইনবোর্ড স্থাপন নিয়ে সংঘর্ষ ॥ পুলিশসহ আহত ১০, গ্রেফতার ৫

নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর খাসকান্দি হাউজিং প্রকল্পের সাইনবোর্ড স্থাপন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে। পুলিশ এ সময় হাজার খানেক টেটা জব্দ করেছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। পুলিশের এএসআই দিলীপ কুমার (৪০) আরও দুই কনস্টেবলকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দু’পক্ষের আহত অপর ৭ জনকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ জানায়, বিরোধীয় জমিতে প্রায় চার মাস আগে দক্ষিণা গ্রিন টাউনের সাইন বোর্ড ফেলে দিয়ে সুমনা হাউজিংয়ের সাইন বোর্ড স্থাপন করা হয়। পাল্টা জবাবে রোববার সুমনা হাউজিংয়ের সাইন বোর্ড ফেলে দিয়ে দক্ষিণা গ্রিন টাউনের সাইন বোর্ড স্থাপন করা হয়। জায়গা দখল ও সাইনবোর্ড লাগানো নিয়েই এই সহিংসতা হয়।মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন সময় সংবাদকে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাকালে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে তারা। পরে ফাঁকা গুলি করতে বাধ্য হয় পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন