News71.com
 Bangladesh
 28 Jun 20, 07:01 PM
 223           
 0
 28 Jun 20, 07:01 PM

পাসপোর্ট সেবা চালু করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস॥

পাসপোর্ট সেবা চালু করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস॥

নিউজ ডেস্কঃ পাসপোর্ট সেবা চালু করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। সেবা পেতে আগে থেকে নিবন্ধন করার পাশাপাশি মানতে হবে স্বাস্থ্যবিধি। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, প্রতিদিন তিনশ' প্রার্থীর আবেদন জমা নেয়া হবে। দূতাবাসের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।করোনা পরিস্থিতিতে কুয়েতে পাসপোর্ট সেবা বন্ধ থাকার ফলে সৃষ্ট সমস্যার কথা বিবেচনা করে কুয়েতের রাষ্ট্রদূতের সিদ্ধান্তে দূতাবাসে পাসপোর্ট সেবা চালু করা হয়েছে। কিন্তু প্রথম দিন থেকে ব্যাপক লোক সমাগম হওয়ায় সকাল ৯টা থেকে ১২টার মধ্যে আবেদন করার সিদ্ধান্ত নেয়। কুয়েত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম জানান, চারটা স্পট করা হয়েছে এ সময়ের মধ্যে এসে তারা আবেদন করতে পারবেন।এই উদ্যোগকে প্রবাসীরা স্বাগত জানিয়েছেন। তারা বলেন, আগের থেকে অনেক শৃঙ্খলা এসেছে। আগে অনেক ঝামেলা হতো এখন সেসব ঝামেলা থেকে রেহাই পেয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন