News71.com
 Bangladesh
 03 Jun 20, 09:45 PM
 251           
 0
 03 Jun 20, 09:45 PM

এডিশ মশা নিয়ন্ত্রণে প্রতিমাসে ১০ দিন চলবে চিরুনি অভিযান॥মেয়র আতিকুল ইসলাম

এডিশ মশা নিয়ন্ত্রণে প্রতিমাসে ১০ দিন চলবে চিরুনি অভিযান॥মেয়র আতিকুল ইসলাম

নিউজ ডেস্ক: এডিশ মশা নিয়ন্ত্রণে প্রতি মাসে অন্তত ১০ দিন করে চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ৩ জুন, বুধবার ডিএনসিসির নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নিয়ে অনুষ্ঠিত প্রথম করপোরেশন সভায় এই তথ্য জানান তিনি। মিরপুর মাজার রোডে অবস্থিত ডিএনসিসির ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় মেয়র আতিক বলেন, ‘এডিস মশা নিয়ন্ত্রণে আগামী ৬ জুন থেকে প্রতিটি ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু করা হবে। অন্তত আগস্ট পর্যন্ত প্রতি মাসে ১০ দিনব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করা হবে।’ ডেঙ্গু ও চিকুনগুনিয়ারি বিষয়ে তিনি বলেন, ‘ডেঙ্গু এবং চিকুনগুনিয়া যেন গত বছরের মতো ভয়াবহ রূপ নিতে না পারে সে জন্য আমি আগে থেকেই সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। গতকাল মঙ্গলবার পর্যন্ত ৪ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এডিস মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।’ করোনা মোকাবিলা প্রসঙ্গে মেয়র জানান, ডিএনসিসির নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোতে করোনার চিকিৎসা সংক্রান্ত তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে। এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর সাইদুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান প্রকৌশলী আমিরুল ইসলাম ও প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন