News71.com
 Bangladesh
 02 Jun 20, 06:54 PM
 244           
 0
 02 Jun 20, 06:54 PM

দীর্ঘ বিরতির পর ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি শুরু॥

দীর্ঘ বিরতির পর ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি শুরু॥

নিউজ ডেস্কঃ দীর্ঘ ২ মাস ৮দিন পর মঙ্গলবার (২ জুন) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে ভারত ও বাংলাদেশের লকডাউনের কবলে পড়ে এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, গত ২৪ মার্চ থেকে বৈশ্বিক মহামারি করোনার কারণে উভয় দেশের লকডাউন ঘোষণায় ভারত-বাংলাদেশ সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়।

গতকাল ১ জুন ভোমরা বন্দর এলাকায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষসহ সিএন্ডএফ কর্মকর্তা ও সদস্যদের সাথে আলোচনার পর স্বাস্থ্য বিধি মেনে আজ ২ জুন সকাল ৮টা থেকে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। আমদানি রপ্তানি শুরু হওয়ায় ভোমরা বন্দরে আবারও ফিরে এসেছে কর্মচঞ্চল। কর্মহীন শ্রমিক কর্মচারীসহ ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন