News71.com
 Bangladesh
 09 Apr 20, 10:05 PM
 912           
 0
 09 Apr 20, 10:05 PM

করোনা পরিস্থিতি বিবেচনায় শীঘ্রই মুক্তি পাচ্ছেন রাজশাহী কারাগারের ৫০০ বন্দি॥

করোনা পরিস্থিতি বিবেচনায় শীঘ্রই মুক্তি পাচ্ছেন রাজশাহী কারাগারের ৫০০ বন্দি॥

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে শিগগিরই মুক্তি পাচ্ছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ৫০০ বন্দি। চলতি সপ্তাহের শুরুর দিকে কারা অধিদপ্তরে সুপারিশ করেছে কারাগার কর্তৃপক্ষ। বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন প্রায় ৩ হাজার ৪০০। অথচ কারাগারে ধারণক্ষমতা মাত্র ১ হাজার ৪৫০ জন। ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দিকে ঠাসাঠাসি করে কারাগারে রাখা হচ্ছে। শারীরিক দূরত্ব নিশ্চিত না হওয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি বাড়ছে কারাগারে। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন।

জেল সুপার জানান, তালিকার বেশিরভাগই সাজাপ্রাপ্ত কয়েদি। কারো কারো সাজার মেয়াদ শেষ। তালিকায় বিচারাধীন মামলার মাত্র ১৬ জন হাজতি রয়েছেন। তারা ৫১ ও ৫৪ ধারায় গ্রেপ্তার। পুলিশ অধ্যাদেশে গ্রেপ্তার হওয়া কয়েকজনও রয়েছেন। লঘু অপরাধের মামলায় দীর্ঘদিন ধরেই তারা বন্দি। তবে তালিকায় হত্যা, ধর্ষণ, এসিড মামলার সাজাপ্রাপ্ত কয়েদি বা আসামিদের রাখা হয়নি। তিনি বলেন, ৩০ বছর কারাদণ্ডকে যাবজ্জীবন সাজা ধরা হয়। কারাগারে কোনো অপরাধে জড়িয়ে না পড়লে ২২ বছরের মতো বন্দি থাকলে যাবজ্জীবন সাজা খাটা শেষ হয়ে যায়। মুক্তির জন্য তালিকায় রাখা হয়েছে তাদের নাম। জেল সুপার আরো বলেন, কারা অধিদপ্তর আমাদের কাছে তালিকা চেয়েছে। আমরা তালিকা দিয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন