News71.com
 Bangladesh
 09 Apr 20, 09:46 PM
 35           
 0
 09 Apr 20, 09:46 PM

নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের রক্তের নমুনা পরীক্ষা ॥ করোনার সংক্রমণ মেলেনি

নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের রক্তের নমুনা পরীক্ষা ॥ করোনার সংক্রমণ মেলেনি

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, জেলা করোনা ফোকাল পার্সন ও সিভিল সার্জনসহ প্রশাসনের উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা সর্দি কাশি ও ঠান্ডাজনিত রোগে অসুস্থ হয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন। তবে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের করোনার নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা।নারায়ণগঞ্জ জেলার শীর্ষ কর্মকর্তাদের কার্যালয়ের চিত্র অন্যান্য দিনের চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রম। জেলা প্রশাসক মো. জসীম উদ্দিনের কার্যালয়ে নিরাপত্তাকর্মী বিহীন প্রধান ফটকে তালা লাগানো দেখা যায়। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজসহ আরো কয়েকজন কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে আছেন।

এদিকে, করোনা পরিস্থিতি ও নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের-মত লকডাউন চললেও রাস্তায় এবং নগরীর বিভিন্ন পাড়া মহল্লাগুলোতে মানা হচ্ছে না। প্রয়োজন ছাড়াও নানা অজুহাতে মানুষকে অবাধে বাইরে ঘোরাফেরা করতে দেখা গেছে। রিকশা, মোটর সাইকেল ছাড়াও ভারী যানবাহনও চলাচল করছে। কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখতেও দেখা যায়। তবে কেউ কেউ জানান, খাদ্য সামগ্রী কিনতে এবং কর্মস্থলে যোগদান করতে বের হয়েছেন তারা। তবে এদিনও পুলিশের পাশাপাশি র‌্যাবের তৎপরতা দেখা গেছে আরো আরো কঠোর অবস্থানে।লকডাউন বাস্তবায়ন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে র‌্যাব সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট সীলগালাসহ নজরদারি বাড়ানোর কথা জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন