News71.com
 Bangladesh
 08 Apr 20, 10:11 PM
 44           
 0
 08 Apr 20, 10:11 PM

করোনা সংক্রমণের শঙ্কায় ব্যাংক কর্মীরা॥

করোনা সংক্রমণের শঙ্কায় ব্যাংক কর্মীরা॥

নিউজ ডেস্কঃ ব্যাংক থেকে টাকা উত্তোলন অথবা জমা দেয়া, নোট আসল নাকি নকল তা যাচাইয়ে হ্যান্ড গ্লাভসের ব্যবহার প্রায় অসম্ভব। তাই গ্লাভস ছাড়াই টাকা গুনতে হচ্ছে ব্যাংক কর্মকর্তাকে। এতে প্রত্যেকেই থেকে যাচ্ছেন করোনাভাইরাস সংক্রমণের শঙ্কায়।অবশ্য চালু থাকা সব ব্যাংক পুরোপুরি বন্ধের পক্ষে বিপক্ষে কর্মকর্তাদের রয়েছে নানা মত। যদিও শতভাগ গ্রাহক অনলাইন ব্যাংকিংয়ের আওতায় না আসায় সীমিত আকারে হলেও শাখাগুলো চালু রাখার পক্ষে অর্থনীতিবিদরা।করোনা আতঙ্কে স্থবির পৃথিবী, মানবসভ্যতা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। ব্যতিক্রম নয় বাংলাদেশও। সম্ভাব্য সব ধরনের সংক্রমণের রাস্তা বন্ধ করতে নেয়া হয়েছে নানা ব্যবস্থা।এর মধ্যেই জরুরি সেবার অংশ হিসেবে রাজধানীসহ সারা দেশেই খোলা রয়েছে সরকারি বেসরকারি ব্যাংকগুলোর নির্দিষ্ট কিছু শাখা। আর এখানেই ভাইরাস সংক্রমণের আশঙ্কায় গ্রাহকরা। স্বস্তিতে নেই ব্যাংক কর্মকর্তারাও। যদিও ব্যাংকগুলোতে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থায় আরোপ করা হয়েছে কড়াকড়ি।এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রিত ব্যাংকিং কার্যক্রম চালানোর পক্ষে নন ব্যাংক কর্মকর্তাদের কেউ কেউ, তবে রয়েছে ভিন্নমতও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন