News71.com
 Bangladesh
 07 Apr 20, 01:42 PM
 230           
 0
 07 Apr 20, 01:42 PM

রোহিঙ্গাদের নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক ৫০টি সংগঠন॥

রোহিঙ্গাদের নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক ৫০টি সংগঠন॥

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা শিবিরগুলোতে মোবাইল ও ইন্টারনেটে যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ স্থগিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে যৌথ ভাবে চিঠি দিয়েছে আন্তর্জাতিক ৫০ টির মতো সংগঠন। সংগঠন গুলোর এমন চিঠি দেওয়ার ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। তাদের দাবি মেনে নেওয়া ‘আত্মঘাতী‘ হবে বলে দাবি সচেতনদের। গত বৃহস্পতিবার আর্টিকেল ১৯, আসিয়ান পার্লামেনটারিয়ন ফর হিউম্যান রাইটস, অ্যাকশন করপস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বিওন্ড বর্ডারস মালয়েশিয়া, ব্রিটিশ রোহিঙ্গা কমিউনিটি ইউকে, ফরটি রাইটস, হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক ৫০টি সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে যৌথভাবে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, করোনা ভাইরাস ছড়িয়ে পড়া থামাতে মুঠোফোনের দ্রুতগতির ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবাধ ইন্টারনেট স্বাস্থ্য কর্মীদেরই সেবা দিতে ভালো ভূমিকা রাখে। এ ছাড়া শরণার্থীশিবিরে যারা কাজ করছেন তাদের জন্যও এটি প্রয়োজন। চিঠিতে বলা হয়, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের চারপাশে বেড়া নির্মাণের কাজ মহামারি শুরু হওয়ার আগেই শুরু হয়। এই বেড়া নির্মাণ রোহিঙ্গাদের মধ্যে তীব্র ভয় ও অবিশ্বাস সৃষ্টি করেছে যা রোহিঙ্গা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি হয়েছে।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন