News71.com
 Bangladesh
 06 Apr 20, 06:45 PM
 802           
 0
 06 Apr 20, 06:45 PM

ভারত ফেরত ৪৪ বাংলাদেশিকে বেনাপোলেই ১৪ দিনের কোয়ারেন্টাইন॥

ভারত ফেরত ৪৪ বাংলাদেশিকে বেনাপোলেই ১৪ দিনের কোয়ারেন্টাইন॥

নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণ রোধে সোমবার (৬ এপ্রিল) ভারত থেকে ফিরে আসা ৪৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ১৪ দিনের জন্য বেনাপোল পৌর বিয়ে বাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।সোমবার দুপুরে এ সব বাংলাদেশি চিকিৎসা, ব্যবসা ও বেড়ানোর কাজ শেষে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে আসেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের কোয়ারেন্টাইনে য়া হয়।এদিকে বেনাপোল পৌর জনবসতি এলাকায় ভারত ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন অফিস বানিয়ে রাখার বিরুদ্ধে ক্ষোভ জানান গ্রামবাসী। তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা আসছেন সবাই সুস্থ। এদের কেউ আক্রান্ত হলে তার নমুনা সংগ্রহ করে বাইরে নেয়া হবে।ইমিগ্রেশন সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা রয়েছে ০৬ এপ্রিল থেকে যারা ভারত থেকে ফিরবেন তাদের ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এখানে যাত্রীদের সব ধরনের দেখভাল স্বাস্থ্যকর্মীরা করবেন। যশোর সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন বলেন, এখন থেকে যারা ভারত হতে ফিরবেন সবাইকে ১৪ দিনের জন্য বেনাপোলের বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইরে রাখা হবে। তাদের দেখভাব করবেন স্বাস্থ্যকর্মীরা। এখানে ভয়ের কিছু নেই। যাদের রাখা হচ্ছে তারা সুস্থ। তবে কেউ আক্রান্ত হলে তার নমুনা সংগ্রহ করে বাইরে নিরাপদ স্থানে নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন