News71.com
 Bangladesh
 05 Apr 20, 10:39 AM
 809           
 0
 05 Apr 20, 10:39 AM

নোয়াখালিতে সরকারি চাল পাচারের ঘটনায় যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় মামলা॥

নোয়াখালিতে সরকারি চাল পাচারের ঘটনায় যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় মামলা॥

নিউজ ডেস্কঃ নোয়াখালী সদরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের ঘটনায় আন্ডারচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোছলেহ উদ্দিনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১টার দিকে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালেহ উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত মোছলেহ উদ্দিনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম সরদার জানান, শুক্রবার ভোরে আন্ডারচর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে হতদরিদ্রের মাঝে বিলির জন্য বরাদ্দকৃত ৬ বস্তা চাল রিকশাযোগে পাচারের সময় স্থানীয় লোকজন আটক করে। এরপর পুলিশ চালগুলো জব্দ করে। ওই ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডিলার মোছলেহ উদ্দিনের গুদাম থেকে চালগুলো পাচার হচ্ছিল। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালেহ উদ্দিন ও খাদ্য পরিদর্শক আনিসুর রহমানের অনুসন্ধানে এ ঘটনায় ডিলার মোছলেহ উদ্দিনের সম্পৃক্ততা পাওয়ায় তাকে আসামী করে মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন