News71.com
 Bangladesh
 01 Apr 20, 06:10 PM
 36           
 0
 01 Apr 20, 06:10 PM

এখন থেকে ফ্রিতে ৩ ঘণ্টায় করোনা পরীক্ষা হবে ঢাকা মেডিকেলে॥

এখন থেকে ফ্রিতে ৩ ঘণ্টায় করোনা পরীক্ষা হবে ঢাকা মেডিকেলে॥

নিউজ ডেস্কঃ দেহে করোনার উপসর্গ থাকা রোগীরা বিনামূল্যে তিন ঘণ্টায় করোনা ভাইরাসের পরীক্ষা করতে পারবেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ভাইরোলজি বিভাগে। বুধবার (০১ এপ্রিল) থেকে এ পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসিরউদ্দিন।তিনি জানান, ঢামেকের ভাইরোলজি বিভাগে আজ থেকে করোনা পরীক্ষা করা হবে। তবে বহির্বিভাগ, জরুরি বিভাগ ও হাসপাতালে ভর্তি থাকা রোগীরাই এ সেবা পাবেন। কলেজের চারতলায় ভাইরোলজিস্ট ও জীবাণু বিশেষজ্ঞদের নিয়ে টিম গঠন করে এ পরীক্ষা কার্যক্রম চালু করা হয়েছে।রোগীদের স্বশরীরে হাসপাতালে গিয়ে এ টেস্ট করতে হবে বলে জানিয়ে তিনি বলেন, করোনা টেস্ট খুবই ব্যয়বহুল। তবে এ পরীক্ষা যেন সহজেই এবং সুলভমূল্যে করা যায়, সে জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকা মেডিকেলে সাধারণ মানুষ বিনামূল্যে করোনা পরীক্ষা করাতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন