News71.com
 Bangladesh
 29 Mar 20, 06:49 PM
 883           
 0
 29 Mar 20, 06:49 PM

সিলেটের রাস্তায় পড়েছিলেন অসুস্থ বিদেশি॥করোনা সন্দেহে কাছে যাননি কেউ

সিলেটের রাস্তায় পড়েছিলেন অসুস্থ বিদেশি॥করোনা সন্দেহে কাছে যাননি কেউ

নিউজ ডেস্কঃ অসুস্থ অবস্থায় সিলেটের শহরের রাস্তার পাশে পড়ে ছিলেন এক বিদেশি নাগরিক। তবে তার করোনাভাইরাস সন্দেহে স্থানীয়রা তার কাছে যাননি। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান তার করোনা ভাইরাস হয়নি।জানা গেছে, শনিবার (২৮ মার্চ) বিকেলে সিলেটের মীরবক্সটুলা এলাকায় রাস্তায় অচেতন হয়ে পড়ে ছিলেন ৪৫ বছর বয়সী মার্কু নামে ওই বিদেশি ব্যক্তি। উদ্ধার করে ওসমানী হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন তিনি। তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে তিনি মাদকাসক্ত হওয়ায় অচেতন হয়ে পড়েছিলেন রাস্তার পাশে।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট সিটি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক হিমাংশু লাল গণমাধ্যমকে বলেছেন, ফিনল্যান্ডের এই নাগরিকের শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ নেই। সিলেট শহরের হাওয়াপাড়া এলাকায় হোটেল নাজালের একটি কক্ষে গত দেড় মাস ধরে থাকছেন ওই বিদেশি।চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক সমস্যা রয়েছে। এছাড়া তিনি মাদকাসক্ত থাকায় অচেতন হয়ে পড়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন