News71.com
 Bangladesh
 29 Mar 20, 10:48 AM
 751           
 0
 29 Mar 20, 10:48 AM

শিবচরে ১০ টাকা মুল্যের ৬৮ বস্তা চাল পাচারের চেষ্টা॥ অভিযুক্ত ডিলার আটক

শিবচরে ১০ টাকা মুল্যের ৬৮ বস্তা চাল পাচারের চেষ্টা॥ অভিযুক্ত ডিলার আটক

নিউজ ডেস্কঃ মাদারীপুর জেলার শিবচরে বিক্রির উদ্দেশ্যে নেয়া ১০ টাকা মূল্যের ৬৮ বস্তা চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে প্রশাসনের একটি দল।শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শেখপুর বাজারে এক ডিলারের কাছ থেকে ওই চাল উদ্ধার করেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরের ৬৮ বস্তা চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে শেখপুর বাজারের আবু বক্কর সিদ্দিকী মাসুম মোল্লা নামের এক ব্যবসায়ী অন্যত্র মজুদের জন্য সরিয়ে নিচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি দল। এসময় অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিকীর মালিকানাধীন ৬৮ বস্তা চাল অন্য একটি দোকান থেকে উদ্ধার করা হয়। এই চাল অন্যের দোকানে রেখে বেশি দামে বিক্রির উদ্দেশ্য ছিল ওই ব্যবসায়ীর। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, অভিযানে অন্যদের মধ্যে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ ও মাদারীপুর র্যাব-৮ এর একটি দল। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী মাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঐ বাজারে কিছু চাল অন্যত্র বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রেখেছে। আমার রাতেই সেখানে অভিযান চালাই এবং ৬৮ বস্তা চালসহ আবুবক্কর সিদ্দিক নামের একজনকে আটক করি। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, 'চালের ডিলারকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন