News71.com
 Bangladesh
 28 Mar 20, 06:27 PM
 759           
 0
 28 Mar 20, 06:27 PM

যশোরের মনিরামপুরে এসি ল্যান্ডের কৃতকর্মের জন্য ইউএনও’র ক্ষমা প্রার্থনা ॥  

যশোরের মনিরামপুরে এসি ল্যান্ডের কৃতকর্মের জন্য ইউএনও’র ক্ষমা প্রার্থনা ॥   

নিউজ ডেস্কঃ যশোরের মণিরামপুরে লাঞ্ছিত সেই বৃদ্ধদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাত ধরে ক্ষমা প্রার্থনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান উল্লাহ শরিফী। একইসঙ্গে আপদকালীন তারা যেন দু'মুঠো খেতে পারেন সেজন্যে চাল, ডাল, আলু, তেল, লবণ এবং ক্ষারযুক্ত সাবানও দিয়েছেন। এছাড়া তাদের প্রত্যেককে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মুজিববর্ষে তাদের প্রত্যেককেই ঘর বানিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন। শনিবার (২৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ইউএনও আহসান উল্লাহ শরিফী। মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শনিবার বেলা ১২টার দিকে ইউএনও আহসান উল্লাহ শরিফী চিনেটোলা বাজারে ঘটে যাওয়া সেই বয়োজ্যেষ্ঠদের বাসায় যান। আমি ও স্থানীয় শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ স্থানীয় গণ্যমান্যরা সেখানে উপস্থিত ছিলাম। তিনি জানান, ইউএনও তাদের (বয়োবৃদ্ধদের) প্রত্যেকের কাছে দুঃখপ্রকাশ করেন। তাছাড়া তাদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ এবং প্রত্যেককে ঘর তৈরি করে দেওয়ার ঘোষণাও দেন। জানতে চাইলে ইউএনও আহসান উল্লাহ শরিফী বলেন, তারা সকলেই বয়োজ্যেষ্ঠ। আমি যখন হাত ধরে ক্ষমা প্রার্থনা করি, তাদের মুখে হাসি দেখেছি। তারা সকলেই বাবার বয়সী, উনারা আমাদের ক্ষমা করেছেন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন