News71.com
 Bangladesh
 26 Mar 20, 09:59 PM
 121           
 0
 26 Mar 20, 09:59 PM

বাংলাদেশের করোনা রোগীদের একজনের আক্রান্তের উৎস জানা যায়নি॥

বাংলাদেশের করোনা রোগীদের একজনের আক্রান্তের উৎস জানা যায়নি॥

নিউজ ডেস্কঃ দেশে যাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে একজনের আক্রান্তের উৎস সম্পর্কে এখন জানাই যায়নি। অন্যরা কেউ বিদেশ ফেরত কেউবা অন্যজনের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। পরীক্ষায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে পাঁচজনের শরীরে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪ জনে। এছাড়া সুস্থ হয়েছেন ১১ জন।বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে বুধবার সর্বশেষ ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে এখন পর্যন্ত ৩৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন পাঁচজন, সুস্থ হয়েছেন ৭ জন এবং চিকিৎসাধীন ২৭ জন। অন্যদিকে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত ২১ হাজার ২০০ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে এ ভাইরাস যাদের শরীরে শনাক্ত হয়েছে তাদের ১ লাখ ১৪ হাজার ২১৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া ভাইরাসটি মোট শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৯০৫ জনের শরীরে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন