News71.com
 Technology
 05 Sep 17, 11:22 AM
 801           
 0
 05 Sep 17, 11:22 AM

এখন থেকে স্যামসাং গ্যালাক্সি জে-৭ প্লাসেই থাকবে দুটো পৃথক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ।।

এখন থেকে স্যামসাং গ্যালাক্সি জে-৭ প্লাসেই থাকবে দুটো পৃথক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ।।

 

নিউজ ডেস্কঃ স্মার্টফোনে ডুয়াল সিম রয়েছে অথচ আলাদা নম্বরে হোয়াটসঅ্যাপ করতে গেলে রাখতে হচ্ছে ২টি ফোন। এই সমস্যা দেখতে গেলে কমবেশি অনেকেরই রয়েছে। কিন্তু এবার আর দুটো করে ফোন বয়ে বেড়াতে হবে না। কারণ একই ফোনে এবার দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রাখতে পারবেন আপনি। স্যামসাংয়ের নতুন ফোন গ্যালাক্সি জে-৭ প্লাসে থাকছে এমনই ফিচার । বাংলাদেশের বাজারে এখনও আসেনি স্যামসাং গ্যালাক্সি জে-৭ প্লাস। এই ফোনে থাকছে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রাখার ব্যবস্থা। বাজারে চলতি সব ফোনেই একটাই হোয়াটসঅ্যাপ অ্যাপ ইন্সটল করা যায়। স্যামসাং জে-৭ প্লাসই প্রথম এমন স্মার্টফোন যাতে ডুয়াল অ্যাপ সাপোর্ট করবে। ডুয়েল অ্যাপ ছাড়াও স্যামসাং জে - ৭ প্লাসে থাকছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। মেন ক্যামেরা ১৩ ও ৫ মেগাপিক্সেল এবং সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ৫.৫ ইঞ্চির ডিসপ্লে ছাড়াও এই ফোনে রয়েছে ৪ জিবি র্যাম ও ৩২ জিবি ইনবিল্ট মেমরি। অ্যান্ড্রয়েড নোগাট অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন ।

উল্লেখ্য স্যামসাংয়ের জে সিরিজের ফোন এমনতিতেই বাজারে যথেষ্ঠ জনপ্রিয়। কম দামে প্রচুর হাই-এন্ড ফিচার থাকায় লঞ্চ হওয়ার পর থেকেই এই ফোন বিকিয়েছে রমরমিয়ে। কিন্তু ভারতীয় বাজারে এই ফোন কবে আসবে তা এখনও নিশ্চিত নয়। থাইল্যান্ডে ১৫ই সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে এই ফোন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন