News71.com
 Technology
 31 Jul 17, 12:12 PM
 830           
 0
 31 Jul 17, 12:12 PM

সৌরজগতের বাইরে অন্য এক চাঁদের সন্ধান পেল বিজ্ঞানীরা।।

সৌরজগতের বাইরে অন্য এক চাঁদের সন্ধান পেল বিজ্ঞানীরা।।

প্রযুক্তি ডেস্কঃ সৌরজগতের বাইরে সম্ভবত প্রথম কোনও এক্সোমুন বা উপগ্রহের সন্ধান পেল বিজ্ঞানীরা। এমনটাই দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। পৃথিবী থেকে চার হাজার আলোকবর্ষ দুরে এই উপগ্রহের সন্ধান পেয়েছে তাঁরা। একটি দৈত্যকার গ্রহের কক্ষপথে ঘুরে চলেছে সেটি।

এক্সোমুন ক্যানডিডেট কেপলার -১৬২৫ বি আইকে একটি গ্রহের কক্ষপথে ঘুরতে দেখেছেন বিজ্ঞানীরা। এটি আয়তনে বৃহস্পতির চেয়ে বড় ও নেপচুনের সমান। তাই গবেষকদের দল একে ‘নেপ্টমুন’ নাম দিয়েছেন। নেপ্টমুন সম্পর্কে আরো তথ্য পেতে হাবল স্পেস টেলিস্কোপের ব্যবহার করা হবে বলে জানিয়েছে গবেষকরা।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন