News71.com
 Technology
 29 Jul 17, 01:01 AM
 817           
 0
 29 Jul 17, 01:01 AM

অবশেষে ইউটিউব রেড ও গুগল প্লে মিউজিক এক হচ্ছে

অবশেষে ইউটিউব রেড ও গুগল প্লে মিউজিক এক হচ্ছে

প্রযুক্তি ডেস্কঃ গুগল তাদের ভিডিও স্ট্রিমিং ব্যবসায় আরও একধাপ এগোনোর পরিকল্পনা করেছে। এজন্য ইউটিউব রেড এবং গুগল প্লে মিউজিক একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইউটিউব রেড এবং গুগল প্লে মিউজিক একীভূত হয়ে নতুন একটি স্ট্রিমিং চালু করার পরিকল্পনা অনেক দূর এগিয়েছে। নিউ মিউজিক নিয়ে নিউইয়র্কে এক সেমিনার কনফারেন্সে ইউটিউব মিউজিক প্রধান লেয়র কোহেন বলেন, ব্যবহারকারীদের সুবিধার জন্য প্রতিষ্ঠানগুলো এখন একত্র হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে এবং এর ফলেও সাবসস্ক্রইবার আরও বাড়বে বলে মনে করেন তিনি।

কোহেন বলেন, দুটি প্রতিষ্ঠানকে একত্র করে নতুন একটি কিছু অফার করা এখন তাদের প্রধানতম ‘গুরুত্বপূর্ণ’ কাজ। তবে দুটি অ্যাপ থেকে একটি অ্যাপ করা হবে নাকি দুটি আলাদাভাবেই থাকবে সেটি জানলেও তিনি কোনো ইঙ্গিত দেননি। এখন পর্যন্ত ইউটিউব মিউজিক ইকোসিস্টেম অস্বাভাবিকভাবেই জটিল। যেখানে ইউটিউব রেড ভিডিওতে বিজ্ঞাপন না দেখিয়ে দেখার ব্যবস্থা করে। একইসঙ্গে ভিডিও অফলাইনে সংরক্ষণের সুবিধা দেয়। এছাড়াও গুগল প্লে মিউজিক বিনামূল্যে অ্যাক্সেস সুবিধা দেয়। বেশকিছু দিন আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে, দুটি আলাদা সেবাকে একত্রে করা হচ্ছে। কিন্তু এর সত্যাসত্য নির্ধারণ করা সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন