News71.com
 Sports
 08 Sep 17, 09:12 AM
 666           
 0
 08 Sep 17, 09:12 AM

প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ডি লিট সম্মানে ভূষিত হলেন ঝুলন গোস্বামী  

প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ডি লিট সম্মানে ভূষিত হলেন ঝুলন গোস্বামী   

স্পোটস ডেস্কঃ ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে অনবদ্য সাফল্য। ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী ক্রিকেটার তিনি। এবার আরো একটি নতুন পালক জুড়ল নদিয়ার মেয়ে ঝুলন গোস্বামীর মুকুটে। কল্যানী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডি লিট সম্মান তুলে দেওয়া হল ঝুলনের হাতে। পশ্চিমবঙ্গ তো বটেই,ভারতে এই প্রথম কোনো মহিলা ক্রিকেটার এই সম্মান পেলেন। ঝুলন বাদেও কল্যানী বিশ্ববিদ্যালয়ের ২৮তম সমাবর্তন অনুষ্ঠানে গায়ক ওস্তাদ রশিদ খান এবং সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারপ্রাপক জয় গোস্বামীকেও এই সম্মানে সম্মানিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির হাত থেকে পুরস্কার নেন ঝুলন।

উপাধির পাশাপাশি স্মারক,শাল তুলে দেওয়া হয় বঙ্গতনয়ার হাতে। এই সম্মান পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত ঝুলন। বলেন,কোনো বিশ্ববিদ্যালয় থেকে উপাধি পাওয়াটা আমার অনেকদিনের স্বপ্ন ছিল। ঝুলন, রশিদ খান, জয় গোস্বামী ছাড়া আইআইটি কানপুরের ডিরেক্টর ড. ইন্দ্রনীল মান্না এবং তেজপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক মিহির কান্তি চৌধুরীর হাতে ডি এসসি সম্মান দেওয়া হয়। ভারতীয় পেসার ঝুলন আইসিসির বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন। এছাড়া অর্জুন ও পদ্মশ্রীও পেয়েছেন। কয়েকদিন আগেই ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছিল উইমেন ইন ব্লু। ফাইনালে ব্রিটিশ ব্যাটিং অর্ডারকে একাই বেসামাল করে দিয়েছিলেন ঝুলন। সম্প্রতি সিএবির পক্ষ থেকে সম্মানিতও করা হয়েছিল ঝুলনকে। রুপার স্মারক ও ১০ লাখ টাকার চেকও তুলে দেওয়া হয় তাঁর হাতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন