News71.com
 Technology
 01 May 20, 07:10 PM
 822           
 0
 01 May 20, 07:10 PM

জুমকে টেক্কা দিতে ‘গুগল মিট’ ফুল ফ্রি হচ্ছে।

জুমকে টেক্কা দিতে ‘গুগল মিট’ ফুল ফ্রি হচ্ছে।

প্রযুক্তি ডেস্কঃ ভিডিও কলিং অ্যাপ ‘জুম’-এর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের অ্যাপ ‘গুগল মিট’ বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেবে গুগল।এ জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না গ্রাহকদের। শুধু গুগল অ্যাকাউন্ট কাজে লাগিয়েই ব্যবহার করা যাবে ভিডিও কলিং অ্যাপটি। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এ সুবিধা দেবে তারা। বর্তমানে কেবল গুগলের জি স্যুট গ্রাহকরা প্রতি মাসে ছয় ডলারের বিনিময়ে ভিডিও কলিং অ্যাপটি ব্যবহার করতে পারে।করোনা সংক্রমণের কারণে মাত্র কয়েক মাসের ব্যবধানে হঠাৎ করেই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে ‘জুম’। ব্যবহারকারীও বেড়েছে কয়েক লাখ। বর্তমানে প্রায় ২০ কোটি ব্যক্তি নিয়মিত অ্যাপটি ব্যবহার করেন।তাই নিজেদের জনপ্রিয়তা ফিরে পেতে কিছুদিন আগে গুগল মিটের স্ক্রিনে একসঙ্গে ১৬ জনের চেহারা প্রদর্শনের পাশাপাশি ‘লো লাইট মোড’ চালু করে গুগল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন