News71.com
 International
 02 Jun 20, 10:18 PM
 381           
 0
 02 Jun 20, 10:18 PM

ঘণ্টায় ১১শ মাইল বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে উল্কা পিণ্ড ॥ নাসা  

ঘণ্টায় ১১শ মাইল বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে উল্কা পিণ্ড ॥ নাসা   

আন্তর্জাতিক ডেস্কঃ প্রায় আধ কিলোমিটারের চেয়ে বড় আকারের একটি উল্কা পিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা (নাসা)। এ জন্য তারা সতর্কতাও জারি করেছে। নাসা জানিয়েছে, এই উল্কা পিণ্ডটি ঘণ্টায় ১১,২০০ মাইল গতিবেগে ধেয়ে আসছে। নাসা এই উল্কা পিণ্ডের নাম দিয়েছে রক -১৬৩৩৪৮ (২০০২ এনএন৪)। উল্কা পিণ্ডটি লম্বায় ২৫০ থেকে ৫৭০ মিটারের মতো। পাশাপাশি এটা ১৩৫ মিটার চওড়া। এই উল্কাটি সূর্যের কাছ থেকে পৃথিবীর কক্ষের দিকে আসছে ।

নাসা-র মহাকাশ বিজ্ঞানীদের মতে, এই উল্কার পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হওয়ার সম্ভবনা ১ শতাংশের চেয়েও কম ৷ তারপরেও এর ওপর কড়া নজর রাখছেন বিজ্ঞানীরা। কখনো কখনো মহাকর্ষের কারণে একদম শেষ সময়ে পৃথিবীর কাছে চলে আসে এই ধরনের গ্রহাণু। ন্যাশনাল নিয়ার আর্থ অবজেক্ট স্ট্র্যাটেজি বিভাগ জানিয়েছে, এক কিলোমিটারের চেয়ে বড় কোনো উল্কা এলেই অ্যালার্ট জারি করা হয়। কারণ এত বড় উল্কা যদি পৃথিবীর সঙ্গে সংঘর্ষ ঘটায় তাহলে ধ্বংসাত্মক ক্ষতি হতে পারে। এর ধাক্কায় ভূমিকম্প, সুনামি, আরো বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় তৈরি হতে পারে। ডায়নোসর পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাওয়ার মূলেও এ ধরনের সংঘর্ষই দায়ী ছিল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন