News71.com
 International
 02 Jun 20, 11:38 AM
 311           
 0
 02 Jun 20, 11:38 AM

উপকূলের আরো কাছে ঘূর্ণিঝড় নিসর্গ॥ তান্ডবের সামনে ভারতের মহারাষ্ট্র-গুজরাট

উপকূলের আরো কাছে ঘূর্ণিঝড় নিসর্গ॥ তান্ডবের সামনে ভারতের মহারাষ্ট্র-গুজরাট

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিম উপকূলের আরো কাছাকাছি এসে পড়েছে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিসর্গ। আগামীকাল ৩ জুন, বুধবার সকাল ৭টা থেকে বেলা ১২টার মধ্যে ঘূর্ণিঝড়টি তীব্র গতিতে উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতি কাটাতে না কাটাতেই করোনা দুর্যোগের মধ্যেই দ্বিতীয়বারের মতো ঘূর্ণিঝড়ের মুখে দাঁড়িয়ে আছে ভারত। আম্পানে দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। এবার নিসর্গের তাণ্ডবের সামনে দাঁড়িয়ে মহারাষ্ট্র, গুজরাট ও কেরালার মতো পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো। ইতোমধ্যে এই ঝড়ের কারণে পশ্চিম উপকূলের প্রায় সমস্ত অংশে বৃষ্টি শুরু হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগের জারি করা সতর্কবার্তায় দেখা যাচ্ছে, এই ঝড়ের আনুমানিক গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২৫ কিলোমিটারের কাছাকাছি। আগামীকাল ৩ জুন সকাল সাতটা থেকে ১২টার মধ্যে রায়গড় মহারাষ্ট্রের হরিহরেশ্বর ও দমনের মধ্যবর্তী এলাকায় ১২৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি। একদিকে কেরালায় বর্ষা মৌসুম দেখা দিয়েছে। এর প্রভাবে সেখানে হচ্ছে বর্ষণ। অপরদিকে কর্ণাটক, মহারাষ্ট্র ও গুজরাটে নিম্নচাপের প্রভাব জনজীবনে পড়তে শুরু করেছে। জেলেদের সমুদ্রে যেতে ইতিমধ্যে নিষেধ করেছে আবহাওয়া বিভাগ। ইতিমধ্যে দেশটির দুর্যোগ প্রতিরক্ষা বিভাগের ১০টি দল মহারাষ্ট্রে পৌঁছে গেছে। গোয়াসহ সমস্ত উপকূলীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। বেশ কিছু এলাকা থেকে জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়েও নেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন