News71.com
 International
 31 May 20, 11:34 AM
 337           
 0
 31 May 20, 11:34 AM

আম্ফানে বিধ্বস্ত ভারতের পশ্চিমবঙ্গে সাড়ে ৬ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ॥  

আম্ফানে বিধ্বস্ত ভারতের পশ্চিমবঙ্গে সাড়ে ৬ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে ঘূর্ণিঝড় আম্ফানে বিধ্বস্ত এলাকায় সাড়ে ৬ কোটি বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। 'সেভ ট্রি সেভ লাইভ' স্লোগানকে সামনে রেখেই আম্ফান পরবর্তী বিধ্বস্ত পশ্চিমবঙ্গের পরিবেশকে চেনা ছন্দে ফেরাতে এই উদ্যোগ। এ নিয়ে কলকাতা পৌরসভা ও বন দফতরের বৈঠকে নেয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত । দেশটির দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, যে হারে সবুজ ধ্বংস হয়েছে তাতে পরিবেশে ভারসাম্য ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই দফতর যৌথভাবে বৃক্ষরোপণ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ফিরহাদ হাকিম জানান, আগামী ৫ জুন থেকে শহরে উপড়ে যাওয়া স্থানে নতুন করে গাছ লাগানো শুরু হবে। ১৮ জুলাই বনমহোতসব পালনের মধ্য দিয়ে রাজ্যে ক্ষতিগ্রস্থ এলাকায় প্রায় ৩০ থেকে ১৫ হাজার গাছ লাগানো হবে। এছাড়া রাজিব বন্দ্যোপাধ্যায় জানান, সব মিলে সাড়ে ৬ কোটি গাছ লাগানো হবে । ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আম্ফান ঝড়ে দেশটির সুন্দরবন অংশের ১০ হাজার ম্যানগ্রোভ ধ্বংস হয়েছে। ওই এলাকার পরিবেশ বজায় রাখতে ১ লাখ ম্যানগ্রোভ লাগানো হবে ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন