international
 09 Apr 20, 09:47 PM
 14             0

করোনার কারণে ১ বছর পেছানো হলো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ॥

করোনার কারণে ১ বছর পেছানো হলো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ॥

আন্তর্জাতিক ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে আছে বিভিন্ন ধরনের ক্রীড়া ইভেন্ট। এর ফলে নতুন সূচি নির্ধারণ করতে হিমশিম খাচ্ছেন সংগঠকরা। টোকিও অলিম্পিকের নতুন সময়ের সাথে সাংঘর্ষিক হওয়ায় এবার এক বছর পেছাল ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপও। তবে অন্যান্য ইভেন্টের কারণে নতুন সূচি নিয়েও চিন্তিত অ্যাথলেট ও আয়োজকরা। জানা গেছে, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর হওয়ার কথা ছিল ২০২১ সালে। কিন্তু করোনার কারণে এ বছর হচ্ছে না টোকিও অলিম্পিক।

২০২১ সালের ২৩ জুলাই ইভেন্টটি শুরু হয়ে শেষ হবে ৮ আগস্ট। তাই অ্যাথটিক্সের বৈশ্বিক আসরটি পেছানো ছাড়া কোনো উপায় ছিল না। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২২ সালের ১৫ থেকে ২৪ জুলাই হবে পরের আসর। নতুন সূচিতে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার মাত্র তিনদিন পরই শুরু হবে বার্মিংহাম কমনওয়েলথ গেমস। এই অল্প সময়ে অ্যাথলেটরা লম্বা সফরের ধকল নেয়ার পাশাপাশি নিজেদের প্রস্তুতি সারতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় থাকছেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')