News71.com
 International
 09 Apr 20, 09:45 PM
 258           
 0
 09 Apr 20, 09:45 PM

রাডার ফাঁকি দিতে সক্ষম ডুবোজাহাজ তৈরি করলো ইরান॥

রাডার ফাঁকি দিতে সক্ষম ডুবোজাহাজ তৈরি করলো ইরান॥

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসে ইরানের অবস্থা বেগতিক। ঠিক তারই মধ্যে রাডার ফাঁকি দিতে সক্ষম গাদির শ্রেণির ডুবোজাহাজ তৈরি করলো ইরান। ইরানি নৌবাহিনীর কারখানার কমান্ডার ফ্লোটিলা অ্যাডমিরাল আব্বাস ফজলে-নিয়া জানান, গত কয়েক বছর ধরেই গাদির-শ্রেণির ডুবোজাহাজ তৈরি করছে ইরান। তিনি জানান, বিভিন্ন শ্রেণির ডুবোজাহাজ তৈরির প্রযুক্তির অধিকারী বিশ্বের হাতে গোণা কয়েকটি দেশের অন্যতম ইরান।বিশ্বে ডুবোজাহাজকে ভারী, আধা-ভারী এবং হালকা এই তিন শ্রেণিতে ভাগ করা হয়। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ডুবোজাহাজ হালকা শ্রেণিভুক্ত বলেও জানান তিনি।গাদির-শ্রেণির ডুবোজাহাজের সুবিধার কথাও তুলে ধরেন তিনি। তিনি জানান, আকারে ছোট হওয়ায় গাদিরকে চিহ্নিত করা বা একে অনুসরণ করা সম্ভব নয়। শত্রুর জন্য কেনও আকারে ছোট ডুবোজাহাজ মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে তারও ব্যাখ্যা দেন অ্যাডমিরাল আব্বাস ফজলে-নিয়া । তিনি জানান, গাদিরে রয়েছে চৌকস টর্পেডো বা ডুবোবোমা। এ দিয়ে শত্রুর লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট ভাবে হামলা করা ও তা পুরোপুরি ধ্বংস করে দেয়া সম্ভব বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন