News71.com
 Health
 16 Apr 20, 10:55 AM
 896           
 0
 16 Apr 20, 10:55 AM

২০২০ এশিয়া কাপ আয়োজনে নিয়ে অনিশ্চয়তা॥

২০২০ এশিয়া কাপ আয়োজনে নিয়ে অনিশ্চয়তা॥

স্পোর্টস ডেস্কঃ করোনা পরিস্থিতিতে ২০২০ এশিয়া কাপ আয়োজনে অনিশ্চয়তায় পাকিস্তান। দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক না হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত আসছে না বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। এছাড়া, শেষ পর্যন্ত এশিয়া কাপ আয়োজিত না হলে এসিসি'র সহযোগী দেশগুলো আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানায় মানি।এক লাখ বিশ হাজারেরও বেশি মানুষের প্রাণ নাশ করেও, তাবৎ দুনিয়ায় ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। যে কারণ এক রকম অঘোষিতভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত আন্তর্জাতিক ক্রিকেট। তাই ব্যাপক শঙ্কায় এশিয়া কাপ। এবারের এশিয়া কাপ হবার কথা ছিল পাকিস্তানে। করোনার কারণে নির্ধারিত সময়ে দুবাইয়ের এসিসির মিটিংও হয়নি। পরিস্থিতি দিন দিন যেদিকে যাচ্ছে তাতে সেপ্টেম্বরে আসর আয়োজন করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কায় আছেন পিসিবির চেয়ারম্যান।

এহসান মানি বলেন, মার্চে আইসিসির মিটিং হবার কথা ছিল। এর পর পরই আমরা সব দেশ মিলে এসিসির মিটিংয়ে বসতাম। কিন্তু তা না হওয়ায় পরিষ্কার হচ্ছে না সব দেশ খেলতে রাজি কি না। করোনা যেভাবে জেঁকে বসেছে, তাতে খেলা আদৌ মাঠে গড়াবে কিনা জানি না। তবে এটা জানি পরিস্থিতি আমাদের হাতে নেই।পাকিস্তানে এশিয়া কাপ হলে ভারত তাতে খেলতে অস্বীকৃতি জানায়। ভারতে হলে পাকিস্তান খেলবে না বলে সাফ জানিয়ে দেয়। এই দুই বোর্ডের রেষারেষিতে বাংলাদেশেও হবার সম্ভাবনা নেই বলে জানিয়েছিল বিসিবি। এমতাবস্থায়, দুবাইয়ের মত নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার কথা ভাবছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এসিসি। কিন্তু করোনার ভয়াল থাবায় শেষ পর্যন্ত এশিয়া কাপ না হলে আর্থিক ক্ষতির ধাক্কা পড়বে এসিসি'র সহযোগী দেশগুলোর ওপর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন