News71.com
 Entertaintment
 11 May 20, 10:52 AM
 726           
 0
 11 May 20, 10:52 AM

সদ্য প্রয়াত বলিউড অভিনেতা ঋষি কাপুরের অসমাপ্ত সিনেমার জন্য অত্যাধুনিক ভিএফএক্স॥

সদ্য প্রয়াত বলিউড অভিনেতা ঋষি কাপুরের অসমাপ্ত সিনেমার জন্য অত্যাধুনিক ভিএফএক্স॥

বিনোদন ডেস্কঃ শেষবারের মতো সম্প্রতি প্রয়াত অভিনেতা ঋষি কাপুরকে বড় পর্দায় দেখতে পারবে ভক্ত-দর্শকরা। তার শেষ ছবি ‘শর্মাজি নামকিন’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্টসের (ভিএফএক্স) সহায়তায় এর বাকি কাজ সম্পন্ন করা হবে।এ বিষয়ে প্রযোজক হানি ত্রেহান আশ্বাস দিয়ে জানান, ঋষি কাপুরের পরিবার, ভক্ত ও বন্ধুদের জন্য ছবিটি প্রেক্ষাগৃহে নিয়ে যেতে চাই আমরা। আমরা সবাই তার কাছে ঋণী। রূপালি পর্দার একজন কিংবদন্তি ছিলেন তিনি। ছবিটিতে অর্থলগ্নির পাশাপাশি মানসিকভাবে সম্পৃক্ত থাকায় রিতেশ (প্রযোজক রিতেশ সিধওয়ানি) ও ফারহানের (অভিনেতা-নির্মাতা ফারহান আখতার) কাছে আমি কৃতজ্ঞ।গত ডিসেম্বরে ছবিটির কাজ শুরু হয়।

এ বছরের জানুয়ারিতে দিল্লিতে বেশিরভাগ দৃশ্যের চিত্রায়ন হয়ে গেছে। আর মাত্র চারদিনের শুটিং বাকি। মার্চে কাজটি হওয়ার কথা থাকলেও সারা ভারতে আরোপিত অবরোধের (লকডাউন) কারণে বন্ধ রয়েছে। এর মধ্যে না ফেরার দেশে চলে গেছেন ঋষি কাপুর।ভারতীয় দৈনিক মিড-ডে’কে প্রযোজক হানি ত্রেহান জানান, ছবির প্রধান অভিনেতাকে ছাড়াই কাজ সম্পন্ন করার চ্যালেঞ্জের মুখোমুখি হবেন পরিচালক হিতেশ ভাটিয়া ও তার কলাকুশলীরা। তিনি বলেন, আমরা ভিএফএক্সসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করবো। এছাড়া প্রয়োগ করা হবে কিছু বিশেষ কৌশল। এসবের সংমিশ্রণে কাজটি সম্পন্ন হবে। তবে মানের ব্যাপারে কোনও আপস করবো না। কয়েকটি ভিএফএক্স স্টুডিওর সঙ্গে আমাদের আলোচনা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন