News71.com
 Bangladesh
 24 May 20, 06:35 PM
 838           
 0
 24 May 20, 06:35 PM

"নীল স্বপ্ন" এর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা  

খবর বিজ্ঞপ্তি।।  ফেসবুক গ্রুপে নীল স্বপ্ন পক্ষ থেকে সবাইকে ঈদ শুভেচ্ছা।  ঈদের মরসুমে চারদিকে সাজ সাজ রব থাকে প্রতিবছর । তবে এবারে করোনা মহামারী এবং ঘূর্ণিঝড় আমফানের যৌথ প্রকোপে চিত্রটা অবশ্যই অনেকটা আলাদা। করোনার পর আমফানের কোপ ৷ এই দুয়ের প্রভাবে ঈদের খুশি এবার ম্লান৷ লকডাউন কিছুটা শিথিল করা হলেও এখনো নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে ৷ কিন্তু, অন্যান্য বছরের তুলনায় এবার ঈদের প্রাকপর্বের ছবি একেবারেই আলাদা ৷ লকডাউনের ফলে প্রায় দুমাস কোনো উপার্জন নেই৷ তার উপর সামাজিক দূরত্বের বিধিতে ঈদের আনন্দ মাটি হয়ে গিয়েছিল ৷ তবু মাথার উপর ছাদ ছিল, খেতে ছিল ফসল৷ ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে সেটুকুও হারিয়েছে বহু মানুষ৷

 ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত । আমরা অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি । অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ । এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে । তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই ঈদ উদযাপন করতে হবে।

 

 

 

 

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন