News71.com
 Bangladesh
 20 May 20, 11:02 AM
 927           
 0
 20 May 20, 11:02 AM

ট্রেন থেকে আমদানীকৃত ভারতীয় পেঁয়াজ চুরি॥রেলওয়ে নিরাপত্তাবাহিনীর উপর হামলা  

ট্রেন থেকে আমদানীকৃত ভারতীয় পেঁয়াজ চুরি॥রেলওয়ে নিরাপত্তাবাহিনীর উপর হামলা   

নিউজ ডেস্কঃ রাজশাহীর রহপুরে স্টেশনে রেলপথে ভারত থেকে আসা পেঁয়াজ চুরির ঘটনায় জড়িত থাকাদের আটক করায় রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যদের উপর হামলা করেছে স্থানীয়রা। ১৯ মে মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রেন ইমিগ্রেশন সম্পন্ন করে যাত্রা করার জন্য অপেক্ষা করছিলো। এমন সময় রেলওয়ের কুলি ও স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান ট্রেন থেকে পেঁয়াজের বস্তা চুরি করে সহকারি মাস্টার মামুনুর রশিদের কক্ষে লুকিয়ে রাখে। এসময় রেলওয়ে নিরাপত্তাবাহিনীর এ এস আই ফজলুর রহমানের নেতৃত্বে আনিসুর রহমানকে আটক করে। এসময় সহঃকারি স্টেশন মাস্টার মামুনের নেতৃত্বে স্থানীয় জনগন মিলে নিরাপত্তাবাহিনীর উপর হামলা করে আনিসুর রহমানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা মামুনের কক্ষে ফজলুর রহমানকে আটকে রেখে মারধর করে।

রেলওয়ে নিরাপত্তাবাহিনীর পশ্চিমাঞ্চলের চীফ কমান্ডান্ট রেজোয়ানুর রহমান জানান, রহনপুর স্টেশনে রেলওয়ে নিরাপত্তাবাহিনীর কোন আস্ত্রধারী টিম নেই। খালি হাতেই দায়িত্ব পালন করতে হয় সদস্যদের এজন্যই পরিস্থিতি খারাপ হয়েছে। তাছাড়া সেখানে মাত্র ৭-৮ জনের একটি টিম কাজ করে, সে সময় কর্তব্যরত ছিলো মাত্র ৩-৪ জন। তার অভিযোগ, সহকারী স্টেশন মাস্টার এই চুরির সাথে জড়িত এবং তার ইন্ধনেই এলাকাবাসী তাদের নিরাপত্তাবাহিনীর উপর হামলা করেছে। এই বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। ভারতীয় ট্রেন যাওয়া আসার মত একটি গুরুত্বপূর্ণ স্টেশনে অস্ত্র ছাড়া অল্প সংখ্যক নিরাপত্তাবাহিনীর সদস্য দিয়ে দায়িত্ব পালনের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, অতিদ্রুত এই সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন