News71.com
 Bangladesh
 08 Apr 20, 10:12 PM
 825           
 0
 08 Apr 20, 10:12 PM

নাটোরের সিংড়ায় সরকারি চাল চুরি করে বিক্রি॥ ডিলারসহ দুজনের কারাদণ্ড

নাটোরের সিংড়ায় সরকারি চাল চুরি করে বিক্রি॥ ডিলারসহ দুজনের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ নাটোরের সিংড়ায় ১০ টাকা কেজির চাল চুরি করে বিক্রির ঘটনায় ডিলারসহ ২ জনকে একমাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে চোরাইভাবে বিক্রি করা ১৪৪০ কেজি চাল। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন বানু জানান, অসহায় দরিদ্র মানুষের জন্য ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য সুকাশ ইউনিয়নের শারুপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও ডিলার আওয়াল হোসেন স্বপনকে ১৪৪০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়। কিন্ত স্বপন চালগুলো দরিদ্র মানুষদের কাছে বিক্রি না করে অবৈধভাবে স্থানীয় চাল ব্যবসায়ী রহমত আলীর কাছে বিক্রি করে দেন। বিষয়টি জানার পর বুধবার দুপুরে শারুপাড়া গ্রামের অভিযান চালিয়ে চাল ব্যবসায়ী রহমত আলীর কাছে থেকে ১৪৪০ কেজি চাল উদ্ধার করা হয়। পাশাপাশি আটক করা হয় চাল ব্যবসায়ী রহমত আলী ও ডিলার স্বপনকে বলে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন বানু বলেন, চাল উদ্ধারের সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ২ জনকে ১ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ডিলার আওয়াল হোসেন স্বপনের ডিলার শিপ বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন