News71.com
 Bangladesh
 20 May 20, 10:56 AM
 1052           
 0
 20 May 20, 10:56 AM

নেত্রকোনার দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত॥আহত ৭

নেত্রকোনার দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত॥আহত ৭

নিউজ ডেস্কঃ নেত্রকোনার দুর্গাপুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবদুল জলিল (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন। গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার হাতিমারাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে হাতিমারাকান্দা গ্রামের সামনে একটি খেতে জমে থাকা পানিতে আবদুল জলিল মাছ ধরতে যান। এ সময় একই গ্রামের দুলাল মিয়ার ছেলে শাহ আলম বাধা দেন। এতে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি হলে স্থানীয় ব্যক্তিরা তা থামিয়ে দেন। আজ বিকেল পৌনে তিনটায় আবদুল জলিল বাড়ির সামনের মাঠে ধান শুকাতে গেলে ওই ঘটনার জেরে শাহ আলম ও তাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জলিলের ওপর হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় আবদুল জলিল ঘটনাস্থলে মারা যান।

সংঘর্ষে জয়নাল উদ্দিন, শফিকুল মিয়া, মুর্শিদ মিয়া, খুর্শিদ মিয়া, মুসলিম উদ্দিন, ইব্রাহিম মিয়া ও মিরাস উদ্দিন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় ইব্রাহিম মিয়া ও মিরাস উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে আবদুল জলিল নামের একজন মারা গেছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত আব্দুল জলিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ নিয়ে এখনো মামলা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন