News71.com
 Bangladesh
 29 May 20, 10:13 PM
 877           
 0
 29 May 20, 10:13 PM

আগামী ৩১ মে থেকে সীমিত পরিসরে খুলছে খুলনা বিশ্ববিদ্যালয়॥  

আগামী ৩১ মে থেকে সীমিত পরিসরে খুলছে খুলনা বিশ্ববিদ্যালয়॥   

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৩১ মে থেকে সীমিত আকারে খুলছে খুলনা বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, সরকারি নির্দেশনা অনুসরণ করে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খুবির প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। তবে শিক্ষাকার্যক্রম আপাতত বন্ধ থাকায় আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। সব স্কুলের ডিন এবং ডিসিপ্লিন প্রধানগণ প্রয়োজনানুসারে স্ব স্ব অফিস খোলা রাখতে পারবেন। শিক্ষকবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে গবেষণা ও অনলাইন শিক্ষাকার্যক্রম পরিচালনা করতে পারবেন বলে জানান তিনি ।

এদিকে সর্দি, কাশি, জ্বরসহ অন্যান্য গুরুতর অসুস্থ ব্যক্তিকে বিভাগীয়/দপ্তর প্রধানকে অবহিত করে অফিসে আসা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া কোনো বহিরাগত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না এবং ক্যাম্পাসে অবস্থিত আবাসিক ভবনে বসবারকারীদের আত্মীয়-স্বজনগণকে আবাসিক ভবনে প্রবেশ থেকে বিরত রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন