News71.com
 Bangladesh
 21 May 20, 06:35 PM
 826           
 0
 21 May 20, 06:35 PM

সাতক্ষিরার শ্যামনগরে পাউবোর বাঁধ ভাঙ্গন॥ প্লাবিত ৫ ইউনিয়ন, ভেসে গেছে কোটি টাকার মাছ

সাতক্ষিরার শ্যামনগরে পাউবোর বাঁধ ভাঙ্গন॥ প্লাবিত ৫ ইউনিয়ন, ভেসে গেছে কোটি টাকার মাছ

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে সাতক্ষীরার শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে গাবুরা, পদ্মপুকুর, কাশিমাড়ী, বুড়িগোয়ালিনী ও রমজাননগর ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিতে তালিয়ে গেছে কয়েক হাজার মৎস্যঘেরের প্রায় কোটি টাকার মাছ। বিধ্বস্ত হয়েছে শত শত কাঁচা ঘরবাড়ি, বিদ্যুৎ লাইন, উপড়ে গেছে গাছপালা। প্লাবিত হওয়া পাঁচটি ইউনিয়নের হাজারও মানুষ এখন পানি বন্দি। গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম জানান, বুধবার রাত ১০টার দিকে ঝড়ের গতি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নদীতে উত্তাল জোয়ারে ঢেউয়ের আঘাতে ইউনিয়নের জেলিয়াখালী, নেবুবুনিয়া, পার্শ্বেমারী ট্যাকের হাটখোলা ও নাপিতখালী পয়েন্টে পাউবোর বেড়িবাঁধ নদীতে ভেঙ্গে কয়েক হাজার মৎস্যঘের তলিয়ে গেছে। কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। নদী ভাঙন বন্ধে চেষ্টা চলছে।

পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান অ্যাড. আতাউর রহমান জানান, ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে ইউনিয়নের কামালকাটি, ঝাঁপা, চাউলখোলা, চন্ডিপুর ও খুটিকাটা সংশ্লিষ্ট কপোতাক্ষ নদের পাউবোর বেড়িবাঁধ ভেঙে সমগ্র ইউনিয়ন তলিয়ে ২০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। দুই হাজার মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। ভাঙন কবলিত এলাকায় জোয়ার-ভাটা অব্যাহত আছে। তবে, পাউবো কর্তৃপক্ষ বালির বস্তা দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা করছে। বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল জানান, দাতিনাখালী আতিয়ার মোড়লের বাড়ির সামনে এবং জুয়েল হ্যাচারিসহ দুর্গাবাটি নেছার মালির ঘের সংশ্লিষ্ট পাউবোর বেড়িবাঁধ ভেঙে সাতটি গ্রাম প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ এখন পানি বন্দি। হাজার হাজার মৎস্য ঘের প্লাবিত হয়েছে। শতাধিক ঘরবাড়ি ও গাছপালা সহ বিদ্যুতের খুঁটি ভেঙে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্যামনগর উপজেলা সাব-জোনাল (এজিএম) মধুসুধন রায় বলেন, ঝড়ে উপজেলা ব্যাপী বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে ৩৩ কেভি লাইনের ১৯টি সহ মোট ৪০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। সমগ্র উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম আবুজর গিফারী জানান, ঘূর্ণিঝড়ে উপজেলা ব্যাপী ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে কাঁচা ঘর-বাড়ি, গাছপালা ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। ক্ষয় ক্ষতির পরিমাণ সঠিক ভাবে নিরূপনের চেষ্টা অব্যাহত আছে। এ পর্যন্ত ৪ লাখ ৬০ হাজার টাকা নগদ অর্থ ও ৫০ মেট্রিক টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। সমগ্র উপজেলাকে সচল করার চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন