News71.com
 Bangladesh
 18 May 20, 10:44 AM
 799           
 0
 18 May 20, 10:44 AM

খুলনার ল্যাবে এক দিনেই করোনা শনাক্ত হল ২৬জনের॥

খুলনার ল্যাবে এক দিনেই করোনা শনাক্ত হল ২৬জনের॥

নিউজ ডেস্কঃ খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এক দিনে সর্বোচ্চ সংখ্যক ২৬ জনের নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রবিবার শনাক্ত হওয়া ব্যক্তিদের ২৪ জনই সাতক্ষীরা জেলার। এর আগে ওই ল্যাবে এক দিনে সর্বোচ্চ পাঁচজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। গতকাল রবিবার করোনা পজিটিভ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে একজন মৃত ব্যক্তিও রয়েছেন। তাঁর বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়। তিনি গত বৃহস্পতিবার করোনার উপসর্গ নিয়ে মারা যান। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মেহেদী নেওয়াজ জানান, রবিবার মোট ১৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ২৩ জন ও আশাশুনি উপজেলার ১ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সদ্য নিয়োগ পাওয়া ১ জন নার্সের নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন মো. হুসাইন শাফায়াত জানান, দেবহাটা উপজেলায় আক্রান্ত ২৩ জন সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এলাকায় ফেরেন। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছিল। এখন প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবীর জানান, কচুয়া উপজেলায় গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে নুরুন্নাহার নামে এক নারীর মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত ৭ এপ্রিল থেকে খুলনা মেডিকেলে স্থাপিত পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়। রবিবার পর্যন্ত ওই ল্যাবে পরীক্ষা করা নমুনার মধ্যে মোট ৬৮ জনের করোনা পজিটিভ এসেছে। এ ছাড়া খুলনা বিভাগের ১০ জেলা মিলিয়ে রবিবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৪১। এর মধ্যে ৭ জন মারা গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন