News71.com
 Bangladesh
 19 May 20, 07:48 PM
 839           
 0
 19 May 20, 07:48 PM

ফরিদপুরে পদ্মা নদীতে যাত্রী পারাপার করায় জরিমানা॥

ফরিদপুরে পদ্মা নদীতে যাত্রী পারাপার করায় জরিমানা॥

নিউজ ডেস্কঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর গোপালপুর ঘাট দিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পারাপার করায় মঙ্গলবার (১৯ মে) অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় এক স্পিডবোড চালক ও ট্রলার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন। বেলা ১টার দিকে চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। গত কয়েকদিন ধরে মৈনুট ঘাট দিয়ে ঢাকা থেকে শত শত মানুষ গোপালপুর ঘাটে এসে নামছেন। যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও অনেক স্পিডবোড, ট্রলার চালক তা মানছেন না। তারা গোপনে যাত্রী নিয়ে গোপালপুর ঘাটের আশে পাশে নামাচ্ছেন।এমন খবরের ভিক্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় স্পিডবোড চালক হাসান বেপারীকে ২০ হাজার টাকা এবং ট্রলার চালক আঃ আওয়ালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন