News71.com
 Bangladesh
 28 May 20, 09:41 PM
 814           
 0
 28 May 20, 09:41 PM

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রাণ আত্মসাত করায় ২ ইউপি চেয়ারম্যান ও ৩ সদস্য বরখাস্ত॥

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রাণ আত্মসাত করায় ২ ইউপি চেয়ারম্যান ও ৩ সদস্য বরখাস্ত॥

নিউজ ডেস্কঃ সরকারি ত্রাণ আত্মসাতে জড়িত থাকার অভিযোগে দুজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও তিন সদস্যকে (মেম্বার) বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২৮ বৃহস্পতিবার তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়। মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরখাস্তকৃত চেয়ারম্যানরা হলেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বীরগাঁও ইউপি'র কবির আহমেদ এবং বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউপি'র মো. জামাল উদ্দিন ভূঁইয়া।

বরখাস্ত হওয়া ইউপি সদস্যরা হলেন বীরগাঁও ইউপি'র ২ নং ওয়ার্ডের সদস্য তাহের মিয়া, গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউপি'র ৮ নং ওয়ার্ডের সদস্য মো. বোরহান উদ্দিন এবং একই উপজেলার চাঁদপুর ইউপি'র ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য বিলকিস বেগম। প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৭১ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে ২৩ জন ইউপি চেয়ারম্যান, ৪৫ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য এবং ২ জন পৌর কাউন্সিলর রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন