News71.com
 Bangladesh
 23 May 20, 12:12 PM
 811           
 0
 23 May 20, 12:12 PM

চট্টগ্রামের কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন মেয়র আ জ ম নাসির॥

চট্টগ্রামের কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিলেন মেয়র আ জ ম নাসির॥

নিউজ ডেস্কঃ কর্মহীন আড়াই হাজার শ্রমজীবীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল শুক্রবার (২২ মে) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় শ্রমজীবী সংগঠন নেতাদের নিয়ে তিনি এসব উপহার সামগ্রী বিতরণ করেন। প্রধানমন্ত্রীর উপহারের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে মেয়র প্রত্যেককে একটি করে সাবান ও মাস্ক বিতরণ করেন। মেয়র প্রথমে টাইগারপাস চসিক কার্যালয় বিন্নাঘাস প্রকল্প চত্বরে ৩’শ জন কিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষিকার মাঝে উপহার তুলে দেন। এরপর তিনি পাহাড়তলী রেলওয়ে শ্রমিক লীগ কার্যালয়ে ২৫০ জন সড়ক পরিবহন শ্রমিকদের মাঝে উপহার তুলে দেন। সেখান থেকে তিনি পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ৪০০ জন নির্মাণ শ্রমিকের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার বিতরণ করেন। বিকালে চকবাজার দেবপাহাড় বধির সংঘের ২৭০জন প্রতিবন্ধী সদস্যকে উপহার সামগ্রী বিতরণ করেন চসিক মেয়র।


পরবর্তীতে তিনি রৌফাবাদ নির্মাণ শ্রমিক লীগ কার্যালয়ে ৫২৮ জন নির্মাণ শ্রমিকের হাতে উপহার তুলে দিয়েছেন। এরপর দুই নম্বর গেইটে শাহ আমানত সিটি করপোরেশন শপিং কমপ্লেক্সের ৫৯৪ জন কর্মচারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।মেয়র বলেন, এখনো পর্যন্ত করোনা ভাইরাসের কোন প্রতিষেধক তৈরি হয়নি। এই রোগের আক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে চলা। সামাজিক দূরত্ব রক্ষা করা, নিয়মিত হাত ধোয়া, পরিস্কার পরিচ্ছন্ন থাকা, জরুরী প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া-এসব পরামর্শ মানতে হবে। বাইরের দেশে সামাজিক দূরত্ব না মেনে চলার জন্য নাগরিকদেরকে জরিমানাসহ বিভিন্ন দণ্ড প্রদান করা হচ্ছে। আমাদের দেশের জনগণের কথা চিন্তা করে সরকার এমন কঠোর বিধিবিধান এখনো প্রয়োগ করছে না। তবে আমাদেরকে নিজের স্বার্থেই সচেতনতা অবলম্বন করতে হবে।তিনি পবিত্র ঈদুল ফিতরে পরস্পরের সঙ্গে করমর্দন, কোলাকুলি, অযথা ঘোরাঘুরি না করে ঘরে থাকার জন্য জনসাধারণকে পরামর্শ দেন।এসময় চসিক কর্মকর্তাসহ থানা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন