News71.com
 Bangladesh
 13 Apr 20, 10:38 AM
 918           
 0
 13 Apr 20, 10:38 AM

করোনার সংক্রমণ ঠেকাতে বরিশাল জেলাকে অবরুদ্ধ ঘোষণা।।

করোনার সংক্রমণ ঠেকাতে বরিশাল জেলাকে অবরুদ্ধ ঘোষণা।।

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বরিশাল জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল রবিবার সন্ধ্যা সোয়া সাতটায় জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করে এ ঘোষণা দেয়। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ’ সংক্রান্ত জেলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনের সুপারিশক্রমে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের ধারায় বরিশাল জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। জাতীয়, আঞ্চলিক মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ জেলায় প্রবেশ কিংবা জেলা থেকে কেউ বাইরে যেতে পারবে না। সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। জেলার অভ্যন্তরীণ সব যোগাযোগ এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। তবে জরুরি পরিষেবা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন