News71.com
 Bangladesh
 02 Apr 20, 09:55 PM
 897           
 0
 02 Apr 20, 09:55 PM

বরিশাল মেডিকেল কলেজে শনিবার থেকে শুরু হচ্ছে করোনাভাইরাসের পরীক্ষা॥

বরিশাল মেডিকেল কলেজে শনিবার থেকে শুরু হচ্ছে করোনাভাইরাসের পরীক্ষা॥

নিউজ ডেস্কঃ শনিবার থেকে বরিশালের শের এ বাংলা মেডিকেল হাসপাতালে করোনা পরীক্ষার কাজ শুরু করা সম্ভব হবে। এটিই হবে দক্ষিণাঞ্চলে কোভিড-১৯ পরীক্ষার একমাত্র স্থান। গত সোমবার করোনাভাইরাস পরীক্ষার জন্য বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজে পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) মেশিন এসে পৌঁছেছে। কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা হচ্ছে পিসিআর মেশিনটি। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার থেকেই পরীক্ষার কাজ শুরু করা যাবে।

তবে শেবাচিম হাসপাতালে দায়িত্বশীল সূত্র জানায়, ভাইরাস পরীক্ষার জন্য একজন ভাইরোলোজিষ্ট ও দুইজন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান প্রয়োজন। কিন্ত বরিশাল মেডিকেল কলেজে তার একজনও নেই। তবে ডা. বাকির হোসেন বলেছেন, ভাইরোলজি বিভাগে কর্মরত শিক্ষক এবং টেকনিশিয়ানদের দ্বারাই প্রাথমিকভাবে করোনাভাইরাস পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে। তারপরও বিশেষ প্রশিক্ষপ্রাপ্ত ভাইরোলজিষ্ট ও দুজন টেকনিশিয়ান পাঠানোর জন্য স্বাস্থ্য মন্ত্রাণালয়ে আবেদন করা হয়েছে। আশা করা যায় শনিবারের মধ্যে চাহিদা অনুযায়ী জনবল পাওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন