News71.com
 Bangladesh
 02 Apr 20, 06:16 PM
 917           
 0
 02 Apr 20, 06:16 PM

করোনার প্রভাবে ঝালকাঠির বাগানেই নষ্ট হচ্ছে থাই পেয়ারা॥

করোনার প্রভাবে ঝালকাঠির বাগানেই নষ্ট হচ্ছে থাই পেয়ারা॥

নিউজ ডেস্কঃ করোনা সঙ্কটে মাল্টা ও কমলার সরবরাহ কম থাকায় ভিটামিন সি যুক্ত ঝালকাঠির থাই পেয়ারার চাহিদা বেড়েই চলছে দেশের বাজারে। স্থানীয় বাজারে সরবরাহ করতেই হিমশিম খেতে হচ্ছে পেয়ারা চাষীদের। তবে পাওয়া যাচ্ছে না শ্রমিক। সেই সঙ্গে রয়েছে পরিবহন সঙ্কটও। ফলে বাগানেই নষ্ট হচ্ছে দ্রুত পচনশীল এ ফল। ঝালকাঠিতে গত পাঁচ বছর ধরে বাণিজ্যিকভাবে থাই পেয়ারা চাষ করে লাভবান হয়েছেন বেশ কয়েকজন উদ্যোক্তা। তারমধ্যে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শিরযুগ গ্রামের রূপসী বাংলা থাই পেয়ারা অন্যতম। এ ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এখন করোনা সঙ্কটে ঝালকাঠির স্থানীয় বাজারেব্যাপক ভাবে বেড়েছে পেয়ারার চাহিদা। ঝালকাঠির রূপসী বাংলা থাই পেয়ারা চাষী কামাল হোসেন বলেন, বিদেশি মাল্টা ও কমলার সরবরাহ কম থাকায় স্থানীয়রা পেঁয়ারার ওপর ঝুঁকছেন। কিন্তু দ্রুত পচনশীল এ ফল এখন গাছেই পচে যাচ্ছে। পাওয়া যাচ্ছে না ফল পাড়ার জন্য শ্রমিক। গুটি কয়েক লোকজন নিয়ে দিনভর এখন ফল তোলায় ব্যস্ত সময় পাড় করছেন তিনি। এদিকে গাছ থেকে তোলা ফল বাজারজাত করতেও দেখা দিয়েছে সঙ্কট। পাওয়া যাচ্ছে না পরিবহন। ফলে বিপুল সংখ্যক পেয়ারা এখন বাগানেই নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান মালিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন