News71.com
 Business
 04 May 17, 06:36 PM
 1565           
 0
 04 May 17, 06:36 PM

চাল আমদানিতে শুল্ক মওকুফের প্রস্তাব করলেন খাদ্যমন্ত্রী.....  

চাল আমদানিতে শুল্ক মওকুফের প্রস্তাব করলেন খাদ্যমন্ত্রী.....   

নিউজ ডেস্কঃ হাওরাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে যে পরিমাণ ধানের ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে বিদেশ থেকে চাল আমদানির শুল্ককর মওকুফের প্রস্তাব দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে খাদ্য ভবনে চালকল মালিকদের সঙ্গে আলোচনা সভা শেষে সরকারের কাছে তিনি এ প্রস্তাব দেন।

খাদ্যমন্ত্রী বলেন,হাওরাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরও দেশে খাদ্যের সংকট নেই। তবে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী খাদ্যের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। কেউ যদি খাদ্যের কৃত্রিম সংকট করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ চালকল মালিক সমিতির নেতাসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন