News71.com
 Bangladesh
 29 May 20, 01:01 PM
 812           
 0
 29 May 20, 01:01 PM

চট্টগ্রাম কাস্টম হাউসে করোনার থাবা॥শারীরিক দূরত্ব নিশ্চিতের দাবি

চট্টগ্রাম কাস্টম হাউসে করোনার থাবা॥শারীরিক দূরত্ব নিশ্চিতের দাবি

নিউজ ডেস্কঃ দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে করোনার থাবায় উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্টদের মধ্যে। এ পর্যন্ত ১২ জন কর্মকর্তা, ১ জন কর্মচারীর করোনা শনাক্ত হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা, সাবেক সাধারণ সম্পাদকসহ মারা গেছেন ৫ জন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের মালিক।জানা যায়, কাস্টম হাউসের করোনা আক্রান্ত রাজস্ব কর্মকর্তারা (আরও) হলেন- ৮(ডি) শাখার আমজাদ হোসেন হাজারী, অফডকের জসিম উদ্দিন মজুমদার, রেহানা আক্তার, মো. জাফর উল্ল্যাহ, আনস্টাফিংয়ের নুরুল মোস্তফা ও সেকশন-৪ এর মো. আল আহসান হাবীব। সহকারী রাজস্ব কর্মকর্তারা (এআরও) হলেন- অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার মো. ফারুক আবদুল্লাহ, নারাশিকো ও মো. জহিরুল ইসলাম, নিলাম শাখার মো. জাকির হোসেন, জেটি (আনস্টাফিং) কপিল দেব গোস্বামী ও সেকশন ৫(এ) এর জামিল সরোয়ার।আক্রান্ত হয়েছেন এআইআর শাখার কম্পিউটার অপারেটর শেখ মেহেদী হাসানও। কাস্টম হাউসের এআইআর শাখার সহকারী কমিশনার নূর এ হাসনা অনসূয়া জানান, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে বাংলাদেশ কাস্টমস ও ভ্যাটের মোট ২১ জন কর্মকর্তা ও কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম কাস্টম হাউসে ১৩ জন, ঢাকা কাস্টম হাউসে ৩ জন সহকারী রাজস্ব কর্মকর্তা, কমলাপুর আইসিডিতে ২ জন রাজস্ব কর্মকর্তা ও ১ জন সহকারী রাজস্ব কর্মকর্তা, চট্টগ্রাম ভ্যাট সার্কেলে ১ জন সহকারী রাজস্ব কর্মকর্তা, ঢাকা উত্তর ভ্যাট সার্কেলে ১ জন সহকারী রাজস্ব কর্মকর্তা ও ঢাকা পশ্চিম ভ্যাট সার্কেলে ১ জন সহকারী রাজস্ব কর্মকর্তা রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন