News71.com
 Bangladesh
 26 May 20, 10:04 PM
 870           
 0
 26 May 20, 10:04 PM

সাতক্ষীরায় উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের করোনা নেগেটিভ॥

সাতক্ষীরায় উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের করোনা নেগেটিভ॥

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনেরই নমুনা পরীক্ষার প্রতিবেদন ‘নেগেটিভ’ এসেছে। গত রবিবার রাত ও সোমবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাঁরা মারা যান। তাঁদের একজন নারী ও অন্যজন পুরুষ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল জানান, দেবহাটা উপজেলা সদর ইউনিয়নের ভাতশালা পাঁচপোতা গ্রামের সেলিনা পারভিন (৫৪) জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি হন। তাঁকে আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। ওই দিন করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে পাঠানো হয়। এ পরীক্ষার প্রতিবেদন আসার আগে সোমবার বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়। আজ মঙ্গলবার আসা প্রতিবেদন দেখা যায়, তাঁর করোনা হয়নি।

এদিকে সাতক্ষীরা পৌরসভার রইচপুর এলাকার আয়ুব আলী (৭০) বুধবার এ হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। করোনা পরীক্ষার জন্য ওই দিন তাঁর নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ পরীক্ষার প্রতিবেদন আসার আগে রবিবার দিবাগত রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। আজ আসা প্রতিবেদনে তাঁরও নেগেটিভ এসেছে। জানতে চাইলে সিভিল সার্জনের কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, ওই দুজনের বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছিল এবং এখন তা তুলে নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন