News71.com
 Bangladesh
 09 Apr 20, 10:21 PM
 78           
 0
 09 Apr 20, 10:21 PM

ঠাকুরগাঁওয়ে পাচারের সময় খাদ্যবান্ধব কর্মসূচীর চাল জব্দ, আটক ২॥

ঠাকুরগাঁওয়ে পাচারের সময় খাদ্যবান্ধব কর্মসূচীর চাল জব্দ, আটক ২॥

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বৃহস্পতিবার একজন ডিলারের তিনটি গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬২ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ছাড়া ওই ডিলারের গুদামে যাওয়ার পথে আরও ৬৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। চাল জব্দের পর গুদামগুলো সিলগালা করে দিয়েছে প্রশাসন। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আমিরুল ইসলামের ভাই জামেরুল ইসলাম (৪৫) ও আমজানখোর ইউনিয়নের রত্নাই গ্রামের মুসা মিয়ার ছেলে চাল পরিবহনে ব্যবহার করা নছিমনের চালক পান্না কাওসার (৩০)।

বৃহস্পতিবার ভোরে দুইটি রিকশা ভ্যান ও একটি নছিমনে করে হতদরিদ্রদের ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের কুশলডাঙ্গী এলাকার দিকে যাচ্ছিলেন চালকেরা। সে সময় সন্দেহ হলে পারুয়া গ্রামের লোকজন তাঁদের কাছে বিষয়টি জানতে চান। অবস্থা বেগতিক দেখে ভ্যানচালকেরা পালিয়ে গেলেও নছিমনচালক পান্না কাওসারকে লোকজন ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল আলম সেখান থেকে ৬৮ বস্তা চাল জব্দ করেন। আটক নছিমনচালক পান্না কাওসার জানান, চালের বস্তাগুলো মোড়লহাট থেকে কুশলডাঙ্গী বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও ব্যবসায়ী মো. আমিরুল ইসলামের গুদামে নিয়ে যাচ্ছিলেন। চালের বস্তাগুলো তিনি কিনে নিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন